বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক (এক্স ক্যাডার গ্রন্থাগারা)’ পদে নির্বাচিত প্রার্থীদের তালিকা ।
বাংলাদেশ ব্যাংকের চাকরির চূড়ান্ত ফলাফল প্রকাশ ২০২০
বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক (এক্স ক্যাডার গ্রন্থাগার)’ পদে নিয়োগের লক্ষ্যে গত ০৩/০৯/২০১৯ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি নং-৩৫/২০১৯ এর আলোকে গৃহীত লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিম্নোক্ত রোল নম্বরধারী ০৬(ছয়)জন প্রার্থীকে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছেঃ
Bangladesh Bank Job Exam Result 2020
নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর (বাম থেকে ডানে মেধাক্রমানুসারে)
100416, 100469, 100192, 100493, 100278 এবং 100023 = ০৬ (ছয়) জন।
নির্বাচিত প্রার্থীদের চরিত্র ও প্রাক-পরিচয় সম্পর্কিত পুলিশ বিভাগের সন্তোষজনক তদন্ত প্রতিবেদন প্রান্তি ও প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য দলিলাদি যাচাই সাপেক্ষে নিয়োগ সংক্রান্ত পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
বাংলাদেশ ব্যাংকের চাকরির চূড়ান্ত ফলাফল বিস্তারিত জানতে নিচে দেখুন:
